• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দিল্লি বাসে গণধর্ষণে ফাঁসির রায় বহাল

নিম্ন আদালত আগেই চার দোষীর ফাঁসির সাজা শুনিয়েছিল

ছবি

ভারত

দিল্লি বাসে গণধর্ষণে ফাঁসির রায় বহাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

দিল্লিতে বাসে গণধর্ষণের ঘটনায় তিন আসামির ফাঁসির রায় বহালের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এই মামলায় আগেই চারজনকে ফাঁসির সাজা দিয়েছিল শীর্ষ আদালত। সাজাপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন একটি রিভিউ পিটিশনে তাদের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করে। সেই আর্জি খারিজ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। খবর আলজাজিরা।

প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়। কিন্তু অভিযুক্তদের আইনজীবীরা নতুন কোনো যুক্তিই দিতে না পারায় তাদের আর্জি খারিজ করে ফাঁসির সাজাই বহাল রাখেন শীর্ষ আদালত।

নিম্ন আদালত আগেই চার দোষীর ফাঁসির সাজা শুনিয়েছিল। এরপর গত বছরের ৫ মে নিম্ন আদালতের ফাঁসির সাজাই বহাল রাখে শীর্ষ আদালত। দোষীদের মধ্যে মুকেশ (২৯), পবন গুপ্তা (২২) এবং বিনয় শর্মা (২৩) ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানিয়ে গত বছরের নভেম্বরে একটি রিভিউ পিটিশন দাখিল করে। সেই রিভিউ পিটিশন গ্রহণ করে সুপ্রিম কোর্টে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। চতুর্থ দোষী অক্ষয় কুমার (২৩) ফাঁসির সাজা বদলানোর আর্জি জানায়নি। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহতের বাবা বাদ্রিনাথ সিং। তিনি বলেন, অবশেষে আমার মেয়ে তার হত্যার বিচার পেল। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসের মধ্যে তরুণীকে (২৩) ধর্ষণের পাশাপাশি ভয়াবহ অত্যাচার করা হয়। এ ঘটনার পর দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৬ দিন হাসপাতালে চিকিৎসার পর অবশেষে মৃত্যু হয় তরুণীর। এই ১৬ দিনের লড়াইকে কুর্নিশ জানিয়ে তার নাম রাখা হয় নির্ভয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads