• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পকে আমন্ত্রন জানাল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবি : ইন্টারনেট

ভারত

প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পকে আমন্ত্রন জানাল ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

আগামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আমন্ত্রনের বিপরীতে, মার্কিন প্রশাসন থেকে প্রাথমিকভাবে সম্মতিসূচক সাড়াও মিলেছে।

এনডিটিভি জানায়, এই বছরের এপ্রিলেই আমন্ত্রণ পাঠানো হয় ট্রাম্পের কাছে। তারপর দুই দেশের মধ্যে কিছু আলাপ আলোচনাও হয়েছে। যদিও ওয়াশিংটন থেকে এ বিষয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।

বেশ কয়েকটি বিষয় নিয়ে এই মুহূর্তে কিছুটা চাপেই ভারত-মার্কিন সম্পর্ক। সেই তালিকায় একদম ওপরে আছেইরান থেকে তেল আমদানির বিষয়টি। ৪ নভেম্বরের মধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে হবে, নয়াদিল্লিকে আগেই এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ নিয়ে ভারত এখনো তার অবস্থান স্পষ্ট করেনি। এছাড়া রাশিয়ার সঙ্গে ভারতের প্রস্তাবিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তিটিও ভাল চোখে দেখছে না ওয়াশিংটন। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

বেশ কিছুদিন ধরেই ঘরে-বাইরে প্রশ্নের মুখে পড়ছে মোদীর পররাষ্ট্রনীতি। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের অহেতুক অবনতি হচ্ছে, এ নিয়ে সরব হয়েছেন সমালোচক ও বিরোধীরা। ট্রাম্পকে ভারতে আনতে পারলে তা সাফল্য হিসেবে দেখানো যাবে, এই আশাতেই বুক বাঁধছে মোদী শিবির।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোদী সরকার বরাবরই দেশ-বিদেশের হেভিওয়েটদের আমন্ত্রণ জানিয়ে থাকে। ক্ষমতায় আসার পর মোদীর প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাজির ছিলেন লাল কেল্লার কুচকাওয়াজে। পরের বছর ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। ২০১৭ সালে উপস্থিত ছিলেন আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহায়ান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads