• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৫

রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে

ছবি : ইন্টারনেট

ভারত

ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের পাঁচজনের প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। প্রদেশের রাজধানী শিমলা থেকে ১ শ ২৭ কিলোমিটার উত্তরে মান্দি জেলার নার চৌকে সোমবার সকালে একটি বাড়িতে আগুন লাগলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।

জেলা ম্যাজিস্ট্রেট রুগভেদ ঠাকুর জানান, আবাসিক ভবনটির ভেতরে আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের পাঁচজনের প্রাণহানি ঘটে এবং কয়েকজন আহত হয়। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভেতরে কারো আটকে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকল কর্মীরা আসে। দমকল কর্মীরা তাৎক্ষণিকভাবে ভবনের ভেতরে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে বলে পুলিশ জানায়। কর্তৃপক্ষ অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। তবে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads