• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

অটল বিহারী বাজপেয়ীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সংগৃহীত ছবি

ভারত

বাজপেয়ির মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে ভারতজুড়ে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় দিল্লির জাতীয় স্মৃতিস্তম্ভে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষকৃত্যের আগে বাজপেয়ির মরদেহ তার নিজ বাসা ৬-এ কৃষ্ণ মেনন মার্গে রাখা হয়। এরপর মরদেহটি বিজেপি সদর দফতরে নিয়ে যাওয়া হলে বিজেপি নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান। গত ১১ জুলাই থেকে কিডনি সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ভারতের তিনবারের এ সাবেক প্রধানমন্ত্রী। সেখানে তার অবস্থার অবনতি হলে গত বুধবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে, বাজপেয়ির শেষকৃত্যতে যোগ দিতে গতকাল শুক্রবার দিল্লি যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া বিভিন্ন দেশের নেতারা বাজপেয়ির মৃত্যুতে শোক জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads