• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
উন্মোচন হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি

সংগৃহীত ছবি

ভারত

উন্মোচন হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি উন্মোচন হয়েছে ভারতে। গতকাল বুধবার সকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাট রাজ্যে নির্মিত এ ভাস্কর্যটি উন্মোচন করেন। খবর এনডিটিভি ও বিবিসি। 

ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৯৯০ কোটি রুপি ব্যয়ে ১৮২ মিটার (৬০০ ফুট) উঁচু এ ভাস্কর্যটি উন্মোচন হয়। মোদি বলেন, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে প্রকল্পটি গ্রহণ করা হয় এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে দেশের লাখ লাখ কৃষক এগিয়ে এসেছেন। গুজরাটের নর্মদা জেলার সরদার সরোভর বাঁধের সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত সাধু দ্বীপে নির্মিত হয়েছে এটি।

ভারতীয়দের কাছে বল্লভভাই প্যাটেল ‘আয়রন ম্যান অব ইন্ডিয়া’ নামে পরিচিত। তার ভাস্কর্যটি একটি ভবনের অবকাঠামোর ওপর নির্মিত হয়েছে। এর ভেতরে কয়েকটি প্রদর্শনী কক্ষ রয়েছে। এতে  ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বল্লভভাই বিষয়ক বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন থাকবে। স্ট্যাচু অব ইউনিটি অসংখ্য পর্যটককে আকৃষ্ট করবে বলে দেশটির প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করলেও স্থানীয়রা একে জনগণের টাকার অপচয় হিসেবে দেখছেন।

যে পরিমাণ অর্থ খরচ করে এটি নির্মিত হয়েছে, তা আরো ভালো কাজে ব্যবহার করা যেত- এমটাই বলছেন সাধারণ গুজরাটিরা। এর নির্মাণ ঘিরে অসন্তোষ থাকায়, সহিংসতার আশঙ্কায় উন্মোচনের আগেই গুজরাটজুড়ে কয়েক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গত মঙ্গলবারও এ ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে সেখানে বিক্ষোভ হয়। পুলিশ ওই বিক্ষোভ থেকে কৃষক ও আদিবাসী আন্দোলনের বেশ কয়েকজন কর্মীকে আটক করে। 

কর্মকর্তাদের মতে, গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মিত এ ভাস্কর্য প্রতিবছর অন্তত ২৫ লাখ পর্যটককে আকৃষ্ট করবে যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। তীব্র বাতাস ও শক্তিশালী ভূমিকম্প এটাকে টলাতে পারবে না। এটি ৬৭ হাজার টন ভারী। এর বাইরের অংশে ব্যবহূত ১২ হাজার ব্রোঞ্জ প্যানেলের ওজন প্রায় এক হাজার ৮৫০ টন।

২০ হাজার বর্গমাইলের এই প্রকল্পের মধ্যে রয়েছে ১২ কিলোমিটারের একটি কৃত্রিম হ্রদ। পর্যটকরা ভাস্কর্যটির বুকের কাছে ১৫৩ মিটার উঁচুতে অবস্থিত গ্যালারি পর্যন্ত উঠতে পারবেন। স্ট্যাচু অব ইউনিটি নিউইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ উঁচু। এটি চীনের স্প্রিং টেম্পল বুদ্ধকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য হয়ে দাঁড়িয়েছে। এর আগে ১২৮ মিটার লম্বা টেম্পল বুদ্ধই ছিল সবচেয়ে উঁচু ভাস্কর্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads