• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাজনীতিতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী!

প্রিয়াঙ্কা গান্ধী

ছবি : ইন্টারনেট

ভারত

রাজনীতিতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

গান্ধী পরিবারের আরেক সদস্য প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে আসছেন বলে জল্পনা শুরু হয়েছে। গান্ধী পরিবারের সন্তান হয়েও তিনি এতদিন সরাসরি রাজনীতিতে যুক্ত হননি। পেছন থেকে সবসময় কংগ্রেসকে সমর্থন দিয়ে গেছেন। এবার তার রাজনীতিতে আসার খবরে নড়েচড়ে বসেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবর গালফ নিউজ, বিবিসি, আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি।

ভারতে সম্ভবত গান্ধী পরিবারই একমাত্র রাজনৈতিক পরিবার। তারা বিশাল এই দেশটিতে পারিবারিক প্রথম ব্র্যান্ড নাম হিসেবেও পরিচিত। দেশটির প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নামের সঙ্গে বেশ পরিচিত। ভারতীয় কংগ্রেসের এক নেতা ব্যক্তিগতভাবে প্রিয়াঙ্কাকে ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন। তবে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি হলো তিনি কী রাজনীতিতে যোগ দেবেন নাকি প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন? কারণ ভাই রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দলের অনেকেরই পছন্দ নয়।

প্রিয়াঙ্কা চমৎকার একজন বক্তা। মা সোনিয়া ও ভাই রাহুলের মতো নন। তার আচরণ, ব্যক্তিত্ব ও চলাফেরা দাদি ইন্দিরা গান্ধীর (সাবেক প্রধানমন্ত্রী) মতো। ইন্দিরা এখনো ভারতীয়দের কাছে ব্যাপক জনপ্রিয়। দাদির মতোই রয়েছে তার প্রচুর ধৈর্য ও সহ্যক্ষমতা। রাজনীতিতে ভাই রাহুলের পরিপক্ব হয়ে ওঠার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টি গান্ধী পরিবারকে ব্যাপক শ্রদ্ধা করে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সর্বত্র এখন গান্ধী পরিবার বিশেষ করে প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদানের বিষয়টি আলোচনা হচ্ছে। প্রিয়াঙ্কা অনেক দিন থেকে উত্তর প্রদেশের নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত রাইবেরেলি থেকে নির্বাচন করতে মাকে রাজি করানোর চেষ্টা করছেন। কিন্তু সোনিয়া এখনো এ বিষয়ে কিছু জানাননি। তবে তিনি যদি এই আসন থেকে নির্বাচন না করেন তাহলে প্রিয়াঙ্কা হয়তো এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই আসন থেকে রাজীব তনয়ার নির্বাচনের বিষয়টি জানান। প্রিয়াঙ্কা যদি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেন; তাহলে সেটি হবে আসন্ন নির্বাচনে কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার। বিষয়টি ক্ষমতাসীন দল বিজেপির জন্য আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads