• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফের জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত

সংগৃহীত ছবি

ভারত

ফের জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

ভারতের প্রখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েক ও তার পরিবারের সদস্যদের ১৬ কোটি ৪০ লাখ রূপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গতকাল শনিবার এক বিবৃতিতে ইডি জানায়, মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে জাকির নায়েকের মুম্বাই ও পুনের সম্পত্তি ক্রোক করার প্রাদেশিক আদেশ জারি করা হয়েছে।

ইডি দাবি করছে, জাকির নায়েক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অর্থ পাচার মামলায় এ নিয়ে তৃতীয় দফায় জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। এ নিয়ে জাকির নায়েকের মোট ৫০ কোটি ৪৯ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় একটি ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে জাকির নায়েক জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। তার বক্তব্য দ্বারা ওই হামলাকারীরা অনুপ্রাণিত হয়েছিলেন বলে দাবি উঠে। এরপর থেকে তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারিতে ছিলেন।

২০১৬ সালের ১৭ নভেম্বর তার মুম্বাই ভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনী সংস্থা হিসেবে ঘোষণা করা হয়।

জাকির নায়েক জনপ্রিয় ‘পিস টিভির’ প্রতিষ্ঠাতা, ইসলামের প্রচারক ও বিশিষ্ট উপস্থাপক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads