• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
রাজস্থানে পাকিস্তানি নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি

পাকিস্তানি নাগরিকরা ৪৮ ঘণ্টার মধ্যে রাজস্থান ছেড়ে যাওয়ার নির্দেশ

ছবি : ইন্টারনেট

ভারত

৪৮ ঘণ্টার মধ্যে রাজস্থান ছাড়ার নির্দেশ

পাকিস্তানি নাগরিকদের হুঁশিয়ারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

রাজস্থানে পাকিস্তানের নাগরিকদের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের শহর ছাড়ার নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার ভারতের উত্তরাঞ্চলীয় এই প্রদেশের বিকানার জেলা ম্যাজিস্ট্রেট এ নির্দেশনা জারি করেন। সূত্র: আনন্দবাজার

নির্দেশনায় বলা হয়, হোটেল বা বাড়িতে পাকিস্তানি নাগরিকদের নতুন করে থাকতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের কোনো স্পর্শকাতর তথ্য দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। এমনকি, মোবাইল-টেলিফোনে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে কথা বলা এবং ব্যবসা-বাণিজ্যের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। কোনো পাকিস্তানি নাগরিককে কাজ দেওয়ার উপরও থাকছে পুরোপুরি নিষেধাজ্ঞা। প্রশাসন ওই নির্দেশ প্রত্যাহার না করলে আগামী দু’মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪০ সদস্যের প্রাণহানির পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরের নাগরিকদের হেনস্থা, তাদের উপর অত্যাচারের নানা ঘটনা সামনে এসেছে। কিন্তু এভাবে পাকিস্তানের নাগরিকদের থাকার উপর সরাসরি নিষেধাজ্ঞা, ভারতে এই প্রথম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads