• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর

অভিনন্দনকে স্বাগত জানাতে ওয়াঘা-আতারি সীমান্তে হাজির হয় কয়েকশো মানুষ

ছবি : সংগৃহীত

ভারত

পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে মেডিকেল চেকআপ করা হয় তাকে। এরপর পাকিস্তানি রেঞ্জার্সের ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই ভারতের হাতে তুলে দেওয়া হয় অভিনন্দনকে।

এ দিন সকালে ইসলামাবাদ থেকে সড়ক পথে তাকে লাহোর নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে নিয়ে আসা হয় ওয়াঘা-আতারি সীমান্তে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় ৪০ জন নিহত হয়। স্বাধীন কাশ্মীরের দাবিতে বিদ্রোহ করা জইশই মোহাম্মদ নামের সংগঠন এই হামলার দায় স্বীকার করে। এই সংগঠনকে সহযোগিতা করার দাবি করে হামলার দায় সরাসরি পাকিস্তানের ওপর চাপায় ভারত।

ওই হামলার জবাবে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বোমা হামলা চালায় ভারত। এতে বহু হতাহত এবং বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলি দাবি করে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের দাবি অস্বীকার করে বলা হয়, ফাঁকা জায়গায় হামলা হয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধোন্মাদনা শুরু হয়। দুই দেশ একে অপরের ওপর পাল্টাপাল্টি আঘাত হানে। বালাকোট হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান যেন পুরোপুরি সামরিক সংঘাতে জড়িয়ে না পড়ে সেজন্য ইতিমধ্যেই তৎপর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন ভারতীয় সেনা ও এয়ারফোর্সের শীর্ষ কর্মকর্তারা। আর ছেলেকে গ্রহণ করতে সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। অভিনন্দনকে স্বাগত জানাতে সকাল থেকে ওয়াঘা-আতারি সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads