• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
জরায়ু বাদ দিচ্ছেন ভারতের নারী শ্রমিকরা

জরায়ু বাদ দিচ্ছেন ভারতের নারী শ্রমিকরা

ভারত

জরিমানার ভয়

জরায়ু বাদ দিচ্ছেন ভারতের নারী শ্রমিকরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

ভারতের মহারাষ্ট্রের বিড়া জেলার আখকলের নারী শ্রমিকরা তাদের জরায়ু বাদ দিচ্ছেন। এর কারণ নারীদের মাসের বিশেষ কয়েকটি দিনে শরীর ভালো থাকে না। তাই এক-আধ দিন কাজে যেতে পারেন না নারী আখশ্রমিকরা। কিন্তু ঠিকাদার সে কথা শুনবেন না। এক দিন কাজ কামাইয়ের জন্য জরিমানা গুনতে হয় ৫০০ টাকা। তাই নিজেদের জরায়ু বাদ দিয়ে এখন বন্ধ্যত্বকরণের দিকে ঝুঁকছেন অসহায় এই নারী শ্রমিকরা।

ভারতের একটি দৈনিকে এই খবর দেখে চমকে উঠেছিল মহারাষ্ট্রের জাতীয় নারী কমিশন। সব দিক খতিয়ে দেখে তারা এ নিয়ে বুধবার নোটিশ পাঠিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। যে ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ, তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, মুখ্য সচিবকে সেই অনুরোধও জানিয়েছে নারী কমিশন। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বক্তব্য, যে পরিস্থিতিতে ওই সব নারী শ্রমিক আখের খেতে কাজ করছেন, তা শোচনীয়। বিষয়টি নিয়ে কমিশন যে উদ্বিগ্ন, তাও জানিয়েছেন তিনি।

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আখ চাষের মৌসুম। পশ্চিম মহারাষ্ট্রের বিড়া জেলায় ওই সময়ে ভিড় জমান প্রচুরসংখ্যক নারী শ্রমিক। আখ কাটার কাজ করেন মূলত নারী শ্রমিকরা। তাদের স্বামীরা করেন খেতের অন্য কাজ। এক একজন দম্পতিকে এক এক ‘ইউনিট’ হিসেবে ধরা হয়। সেই মতোই তাদের মজুরি দেন ঠিকাকর্মীরা। কিন্তু অভিযোগ, মাসের তিন-চার দিন ঋতুস্রাবের সময়ে শরীর খারাপ থাকলে নারী শ্রমিক যদি কাজ করতে না আসতে পারেন, সে ক্ষেত্রে তার স্বামী তো মজুরি পান-ই না উল্টো নিজেদের পকেট থেকে দিনপ্রতি ৫০০ টাকা করে ঠিকাদারদের দিতে হয়।

গ্রামবাসীরা জানান, এই অনিয়মই এই অঞ্চলের ধরাবাঁধা নিয়মে পরিণত হয়েছে। তাই টাকা কাটা যাওয়ার ভয়ে দু-তিন সন্তানের মায়েরা এখন জরায়ু বাদ দিয়ে বন্ধ্যত্বকরণের রাস্তা বেছে নিচ্ছেন। তাতে মাসে কোনো দিন কাজও কামাই হচ্ছে না। আর সেই সঙ্গে মোটা টাকা জরিমানাও দিতে হচ্ছে না। মুখ্য সচিব ইউপিএস মদনের কাছে নোটিশ পাঠিয়ে রেখা শর্মা জানিয়েছেন, এই অত্যাচারের শিকার যেসব নারী, তাদের পুনর্বাসনের ব্যবস্থা ও সমাজের মূলস্রোতে ফেরাতে রাজ্য সরকার কী, কী পদক্ষেপ নিলেন, তা যেন কমিশনকে জানানো হয়। সেই সঙ্গে অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও অনুরোধ করেছে কমিশন, যাতে ভবিষ্যতে নারীদের এই ধরনের অমানবিক আচরণের শিকার হতে না হয়। টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads