• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গুজরাটে কোচিং সেন্টারে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ১৮

গুজরাটে কোচিং সেন্টারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

ভারত

গুজরাটে কোচিং সেন্টারে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ১৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ মে ২০১৯

ভারতের গুজরাট রাজ্যে ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৮ হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে রাজ্যের সুরাটের তক্ষশীলা নামের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। এদের বেশিরভাগ শিক্ষার্থী।

এনডিটিভির খবরে বলা হয়, সুরাটের ওই ভবনে কোচিং সেন্টার রয়েছে। ভবনটির একেবারে উপরের তলায় কোচিং সেন্টার অবস্থিত। এসময় প্রাণ বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফ দেয় ছাত্ররা। তৃতীয় ও চতুর্থ তলা থেকেও মানুষকে লাফ দিতে দেখা যায়।

সুরাটের পুলিশ কমিশনার সতীশকুমার মিশ্র জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ সব মিলিয়ে প্রায় ৪০ জন ঝাঁপ দিয়েছেন ওই বহুতলের উপর থেকে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads