• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গরু হিন্দু ধর্মাবলম্বী: বিজেপি নেতা

সংগৃহীত ছবি

ভারত

গরু হিন্দু ধর্মাবলম্বী: বিজেপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯

গরুর ধর্ম বিষয়ে আজব প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব। তার দাবি, গরু হিন্দু ধর্মের অনুসারী। শ্রীবাস্তব বলেন, ‘মৃত্যুর পর গরুর দেহ মাটিতে না পুঁতে শ্মশানে দাহ করা উচিত।’

গরু মারা যাওয়ার পর তার দেহ মাটিতে পুঁতে দেওয়া উচিত নয় দাবি করে শ্রীবাস্তব বলেন, ‘সাধারণত গরু মারা যাওয়ার পর মাটিতে তার দেহ পুঁতে দেওয়া হয়। মুসলমানদের কবর দেওয়ার সঙ্গে এই রীতির মিল রয়েছে।’

শ্রীবাস্তব বলেন, ‘গরু হিন্দু ধর্মাবলম্বী। তাই গরুর মৃত্যুর পর তাদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য দেহ পুড়িয়ে দেওয়াই বাঞ্ছনীয়।’

বিজেপি এই নেতা আরো বলেন, ‘আমি আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলব, অবিলম্বে সরকারিভাবে এমন নির্দেশিকা জারি করুন, যেখানে গরুদের মৃত্যুর পর তাদের দাহ করা হোক। আর দাহ করার জন্য পৃথক শ্মশান তৈরি হোক, যেখানে অবশ্যই অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লিও থাকতে হবে।’

তবে বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবের গরুপ্রীতি গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে। বিরোধীদের দাবি, দল যতই অস্বীকার করা হোক না কেন, বিজেপি নেতাকর্মীরা যে আসলেই গোভক্ত, তা আর নতুন করে বলার কিছু নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads