• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ভারত

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, নিহত ১২

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

ভারতের উত্তর প্রদেশে একটি সিলিন্ডার বিস্ফোরণের পর ভবন ধসে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার সকালে মাও জেলায় এ ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, মোহাম্মদাবাদ এলাকায় একটি দোতলা ভবনের ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতই শক্তিশালী বিস্ফোরণ ছিল যে, পুরো ভবন ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকা পড়েছেন কিনা তা যাচাই করতে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অনেক মানুষ জড়ো হয়েছেন।

জানা যায়, সোমবার সকালে দোতলা ওই বাড়িটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পুরো বাড়িটি ধ্বসে পড়ে বলে জানায় স্থানীয়রা। তবে এটি নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্যকোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। বাড়িটিতে কারা থাকতেন তাদের পরিচয়ও জানার চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, আহত ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads