• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ভারত

‘চিফ অব ডিফেন্স স্টাফ’ বিপিন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

ভারতের বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান পদে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। সোমবার রাতে বিপিনকে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হিসেবে নিযুক্ত করা হয়।

আজ সেনাপ্রধান পদ থেকে অবসরে যাওয়ার কথা ছিল তার। অগাস্টে স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় করতে নতুন এই পদ সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন।

এই পদে থাকাকালে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সেনা, নৌ ও বায়ুসেনা বাহিনীর প্রধানরা তাকে কাজের ব্যাপারে রিপোর্ট করবেন।

ভারতের নতুন ‘চিফ অব ডিফেন্স স্টাফ’কে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads