• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নির্ভয়া মামলা : ২০শে মার্চ ফাঁসি দণ্ডিতদের

ছবি : সংগৃহীত

ভারত

নির্ভয়া মামলা : ২০শে মার্চ ফাঁসি দণ্ডিতদের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২০

নির্ভয়া কাণ্ডে দণ্ডিতদের সব আইনি বিকল্প শেষ। নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় দণ্ডিত চার জনের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির এক আদালত। তাতে উল্লেখ করা হয়েছে, আগামী ২০শে মার্চ সকাল ৫:৩০ মিনিটে কার্যকর হবে ওই ৪ অপরাধীর মৃত্যুদণ্ড।

এর আগে ২২শে জানুয়ারি, ১লা ফেব্রুয়ারি এবং ৩রা মার্চ স্থির হয়েছিল ফাঁসির দিন। কিন্তু আইনি জটে পিছিয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। বুধবার রাষ্ট্রপতি এই মামলার অন্যতম আসামি পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন। তারপরেই বৃহস্পতিবার পাতিয়ালা হাউজ কোর্টের বিচারক ধর্মেন্দ্র প্রধান নতুন মৃত্যুপরোয়ানা জারি করেন।

ইতিমধ্যে দিল্লি সরকার ও তিহার জেল, আসামিদের ফাঁসি কার্যকরের নতুন দিন চেয়ে আদালতে আবেদন করে। ফাঁসি রোধে সব আইনি বিকল্প ব্যবহার করে ফেলেছে ওই চার অপরাধী। এমন আবেদন করা হয়েছিল দিল্লি সরকারের তরফে। এমনকি, আসামিদের পক্ষের আইনজীবী আদালতে নিশ্চিত করেন, তাদের কাছে এর কোনও বিকল্প নেই। এরপরেই চূড়ান্ত হয় ফাঁসির রায়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads