• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৮

সংগৃহীত ছবি

ভারত

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৮

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। এর মধ্যে সর্বোচ্চ করোনাআক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে। সেই রাজ্যে আক্রান্ত ৩২ জন।

সবশেষ ১৪টি নতুন আক্রান্তের ঘটনার সব ক’টিই মহারাষ্ট্রের। কেরালা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২২। উত্তরপ্রদেশে ১১। হরিয়ানায় আক্রান্ত ১৪ জন আক্রান্তের সবাই বিদেশি। এদিকে দিল্লিতে আক্রান্ত হয়েছেন সাত জন। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

ভারতে অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। বহু অফিসেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন কর্মীরা। বন্ধ করা হয়েছে সিনেমা হল।

এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আতঙ্কিত নয়, এই  আমাদের মন্ত্র হওয়া উচিত। আমাদের গা ছাড়া মনোভাব ত্যাগ করতে হবে। 

প্রসঙ্গত, করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫১৫ জন। রোববার নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৭শ জনের। বিশ্বের ১৫৭ দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads