• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
করোনা: ভারতের ৮০টি শহর লকডাউন

সংগ‍ৃহীত ছবি

ভারত

করোনা: ভারতের ৮০টি শহর লকডাউন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

ভারতের দিল্লি, মুম্বাই, কোলকাতা, পঞ্জাব, রাজস্থান, অরুণাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ডসহ ৮০টি শহর ৩১শে মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশের যে ৭৫টি জেলায় করোনা সংক্রমিত ব্যক্তিকে পাওয়া গেছে, সেগুলিতে লকডাউন করে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যে কলকাতা এবং লাগোয়া বিধাননগর এবং নিউটাউন, হাওড়াসহ সবকটি পুরশহরকে লকডাউন করে দেওয়া হয়। এই ঘটনার এক দিন পরেই দেশটির ৮০ টি শহর লকডাউন করা হলো। 

এই নিষেধাজ্ঞার ভেতরে যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাল থেকে বাড়ি যাওয়ার জন্য ছাড় দেওয়া হবে। তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী গাড়ি চলাচলেও ছাড় থাকছে। সবজি, মাছ, মাংস, পাউরুটি, দুধ আর চাল-ডালের দোকানগুলি খোলা থাকবে।

দেশটিতে এ পর্যন্ত ৩৯৬ জন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭। কলকাতাসহ সারাদেশেই রাস্তাঘাটা প্রায় ফাঁকা। আজ থেকে কোনও হাসপাতালে রোগীর স্বজনদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এদিকে, রোববার (২২ মার্চ) পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের। 

সারাবিশ্বে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন। 

করোনাভাইরাসের বিরুদ্ধে দেশে দেশে জোরদার হচ্ছে লড়াই। দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নেয়া হচ্ছে কঠোর সব পদক্ষেপ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads