• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনায় পশ্চিমবঙ্গে ফের এক নারীর মৃত্যু

সংগৃহীত ছবি

ভারত

করোনায় পশ্চিমবঙ্গে ফের এক নারীর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে রাজ্যটিতে দু'জন মারা গেলেন।

জানা গেছে, রোববার রাত দু’টো নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সিক এক নারীর। তিনি কালিম্পংয়ের বাসিন্দা। তিনি গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত নারীর মেয়ে ও চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

রোববারই পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে তিন জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

গত ১৬ মার্চ ওই নারী চেন্নাই থেকে ফিরেছিলেন। চেন্নাইয়ে গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবেই তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা বাড়তে থাকে।

এরপর তাঁর অত্যন্ত শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সবরকম লক্ষণই থাকায় তাঁর নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। রিপোর্টও পজিটিভ আসে। এর পর চিকিৎসায় সাড়া পাচ্ছিলেন না তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads