• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ৫ ভারতীয় সেনাসহ নিহত ১০

সংগৃহীত ছবি

ভারত

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ৫ ভারতীয় সেনাসহ নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

পাক-ভারত নিয়ন্ত্রণরেখায় বরফে ঢাকা কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৫ জঙ্গি ও ভারতীয় পাঁচ সেনাসহ মোট ১০ জন নিহত হয়েছেন।

লকডাউনের মাঝেই ১ এপ্রিল নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের পায়ের ছাপ দেখতে পাওয়ার পরই সেখানে সেনার বিশেষ বাহিনীকে মোতায়েন করা হয়। বরফে ঢাকা পড়েছিল নিয়ন্ত্রণরেখার সীমানা।

জানা গিয়েছে, ভারী তুষারপাতের কারণে ওই এলাকা বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সূত্র অনুযায়ী গত দু‌দিন ধরে বৃষ্টি পড়তে থাকায় তার সুযোগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা।

সেনাবাহিনী সেখানে তল্লাশি শুরু করার পর ১ এপ্রিল বেলা ১টায় জঙ্গিদের সন্ধান পায় সেনারা। তাদের পাঁচটি ব্যাগ উদ্ধার হলেও জঙ্গিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর অতিরিক্ত বাহিনী নিয়ে এসে এলাকা ঘিরে ফেলা হয়।

গত ৩ ও ৪ এপ্রিল যথাক্রমে বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে ছয় ‌টায় আবার অভিযান চালানো হয়। এরপর পরিস্থিতি বুঝে ডাক হয় প্যারা স্পেশাল ফোর্সের।

জানা গেছে, ৫ এপ্রিল ভোর হতে না হতেই পায়ের ছাপ অনুসরণ করে একটি স্কোয়াড এগিয়ে চলে। কিন্তু বরফের কারণে বোঝা সম্ভব হয়নি সামনেই কার্নিশ ছিল। শেষ পর্যন্ত কার্নিশ ভেঙে সেনারা নদীতে পড়ে যান। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা হামলা শুরু করে ভারতীয় সেনাদের ওপর, সেনারাও পাল্টা হামলা করে।

ওই হামলায় পাঁচ জঙ্গি ও ৫ জন ভারতীয় সেনা নিহত হন। নিহত সেনারা হলেন- হিমাচলপ্রদেশের সঞ্জীব কুমার, বাল কৃষাণ, উত্তরাখণ্ডের দাবেন্দ্র সিং, অমিত কুমার ও রাজস্থানের ছত্রপাল সিং।

সূত্র : আজকাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads