• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
করোনা ছড়িয়ে পড়েছে ভারতের প্রায় ৫০ শতাংশে!

সংগৃহীত ছবি

ভারত

করোনা ছড়িয়ে পড়েছে ভারতের প্রায় ৫০ শতাংশে!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

ভৌগলিক দৃষ্টিতে গোটা ভারতের ৪৯ শতাংশ জায়গায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর একটি সূত্র।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ঠিক কত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে৷ বিভিন্ন রাজ্যের ঘোষিত করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে যোগ করলে কেন্দ্রের দেওয়া তথ্যের গরমিল পাওয়া গেছে ৷ এ পরিস্থিতিতে উদ্বেগের বিষয় হল, ভারতের প্রায় ৫০ শতাংশ জায়গায় করোনা ছড়িয়ে পড়েছে৷

তথ্য বলছে, এতদিনের মধ্যে রোববারই দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ রাজ্যগুলোর মধ্যে সবারউপরে রয়েছে মহারাষ্ট্র ৷ যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬১৷ তারপরেই দিল্লি ও তামিলনাড়ু ৷ আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৬৯ ও ৯৬৯৷ পশ্চিমবঙ্গে ৯৫, রাজস্থানে ৭০০, অন্ধ্রপ্রদেশে ৩৮১, কেরলে ৩৭৪, গুজরাতে ৪৩২, কর্নাটকে ২২৬, জম্মু-কাশ্মীরে ২২৪ ৷

 এছাড়া হরিয়ানায় ১৮৫, পঞ্জাবে ১৫১, বিহারে ৬৪, ওড়িশায় ৫৪, উত্তরাখণ্ডে ৩৫, অসমে ২৯, হিমাচলপ্রদেশে ৩২, চণ্ডিগড়ে ১৯, ছত্তীসগড়ে ১৯, ঝাড়খণ্ডে ২৫, লাদাখে ১৫, আন্দামানে ১১ জনর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে৷ এছাড়াও গোয়া, পুদুচেরিতে ৭ জন করে, মণিপুর ও ত্রিপুরায় দুজন, মিজোরাম ও অরুণাচলপ্রদেশে ১ জন করে করোনা আক্রান্ত৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads