• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
লকডাউনের  সময় বাড়ালো ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংগৃহীত ছবি

ভারত

লকডাউনের সময় বাড়ালো ভারত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২০

ভারতের লকডাউনের মেয়াদ আগামী ৩রা মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে একথা বলেন মোদী। এসময় লকডাউন মেনে চলায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মোদী। 

১৩ টি রাজ্যর মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে দ্বিতীয় মেয়াদে লকডাউনের সময় ও নিয়ম কানুন নিয়ে আলোচনা করেন তিনি।জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী বলেন, যেভাবে সকলে একসঙ্গে করোনা পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করছে, তাতে আসলে বাবাসাহেব আম্বেদকরকেই যেন শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন মানুষ।

দেশের বিভিন্ন রাজ্যে এখন পয়লা বৈশাখ, বিহু সহ নানা উৎসবের সময়। লকডাউনের ফলে মানুষ এই সব উৎসবে সামিল হতে পারছেন না। যেভাবে মানুষ এই সময়েও ঘরে বসে রয়েছেন, তা যথেষ্টই প্রশংসার। এ সময় দেশের সকল মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্যের কামনা করেন নরেন্দ্র মোদী।

মোদী বলেন, আমরা মূলত ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত রাজ্যের দিকে সজাগ দৃষ্টি রাখবো। কোথায় কোথায় করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে খেয়াল রাখা হবে। যে যে অঞ্চলে দেখা যাবে নতুন করে আর করোনা সংক্রমণ ছড়াচ্ছে না, সেখানে সেখানে ২০ এপ্রিলের পর থেকে লকডাউনের ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেয়া হবে। ধৈর্য ধরে নিয়ম মেনে যদি লড়াই করা যায় তবে করোনা ভাইরাসের মতো মহামারীকেও রুখে দিতে পারবো আমরা।

এই নিয়ে করোনা পরিস্থিতিতে চতুর্থবার দেশের মানুষের প্রতি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লকডাউনের প্রয়োজনীয়তার পাশাপাশি মানুষের জীবিকা নির্বাহের বিষয়েও কথা বলেন মোদী।

লকডাউনের কারণে দেশটির লাখ লাখ দরিদ্র মানুষের হাতে কাজ নেই এবং ছোট ছোট দোকান ও শিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। গত ছয়বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে ধীরগতিতে চলছে ভারতের অর্থনীতি এমনটাই বলছেন দেশটির অর্থনীতিবিদরা।

 এরই মধ্যে ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়েছে উড়িশ্যা, পাঞ্জাব, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। করোনায় দেশটিতে এ পর্যন্ত মারা গেছের ৩৫৮ জন। ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।    

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads