• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত

ফাইল ছবি

ভারত

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুন ২০২০

প্রতিবেশি দেশ ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মুত্যুর সংখ্যা। একদিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজারের বেশি মানুষ। দেশে এক দিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু। এ তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ও দেশটির জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নাম। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যা একদিনে ২০ শতাংশ বেড়ে ১১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯১৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত এখন ৩ লাখ ৫৩ হাজার ৮৭২ জন।

ভারতের মহারাষ্ট্র রাজ্যেই এখন পর্যন্ত ৫ হাজার ৫৩৭ জন করোনায় মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৯ জনের। মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। সবমিলিয়ে সেখানে ১ হাজার ৮৩৭ জন করোনায় মারা গেল।

এছাড়া গুজরাটে ১ হাজার ৫৩৩ জন, তামিলনাড়ুতে ৫২৮ জন, পশ্চিমবঙ্গে ৪৯৫ জন, মধ্যপ্রদেশে ৪৭৬ জন, উত্তরপ্রদেশে ৪১৭ জন, রাজস্থানে ৩০৮, তেলাঙ্গানায় ১৯১ জন ও হরিয়ানায় ১১৮ জনের মৃত্যু হয়েছে।

একদিনে এত ‍বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০ হাজার ৯৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে ভারতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads