• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভারতে প্রতি ৩ দিনে শনাক্ত হচ্ছে এক লাখ করোনা রোগী

সংগৃহীত ছবি

ভারত

ভারতে প্রতি ৩ দিনে শনাক্ত হচ্ছে এক লাখ করোনা রোগী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ জুলাই ২০২০

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। ভাইরাস সংক্রমণের হারও বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আট লাখ থেকে ১০ লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ছয় দিন। সেই হিসেবে এখন প্রতি তিন দিনেই কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন কমপক্ষে এক লাখ মানুষ। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন ও মৃত্যু হয়েছে ৬৮৭ জনের।

এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৩ জনের।  

দেশটিতে আক্রান্তের বিপরীতে সুস্থতার হার ৬৩ শতাংশ।

দেশের মোট রোগীর অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads