• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
৩০ বছরে তিন কিমি খাল কাটলেন এক কৃষক

সংগ‍ৃহীত ছবি

ভারত

৩০ বছরে তিন কিমি খাল কাটলেন এক কৃষক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২০

ভারতের কৃষক লুঙ্গি ভূঁইয়া অসম্ভবকে সম্ভব করার এক জ্বলন্ত উদাহরণ। নিজের শুষ্ক জমিতে পানি আনতে ৩০ বছর ধরে একাই তিন কিলোমিটার খাল কেটেছেন তিনি। খবর এনডিটিভির।

লুঙ্গি ভূঁইয়া জানিয়েছেন, এই খালটি গ্রামের পুকুরে পানি পৌঁছে দেয়, এটি খনন করতে তার ৩০ বছর সময় লেগেছে। এই পুরো কাজ তিনি একা হাতে করেছেন। তার বাড়ি বিহারের গয়া জেলার কোঠিলাওয়া গ্রামে।

তিনি জানিয়েছেন, ৩০ বছর ধরে গবাদিপশু নিয়ে তিনি জঙ্গলে যান এবং তাদের ছেড়ে খাল কাটার কাজ করেন। তার বক্তব্য, এই চেষ্টায় তাকে কেউ সাহায্য করেনি। গ্রামবাসীরা জীবিকা অর্জনের জন্য অনেকে শহরে চলে গেলেও তিনি যাননি। কোঠিলাওয়া নামের এই গ্রামটি গয়া জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। পুরো গ্রামটাই ঘন জঙ্গল এবং পাহাড়ে ঘেরা। মাওবাদীদের আশ্রয়স্থল হিসেবেও এই গ্রামকে চিহ্নিত করা হয়। এখানকার অধিকাংশ মানুষের মূল জীবিকা হলো কৃষিকাজ ও পশুপালন।

বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা নদীর পানি দেখেই খাল খোদাই করার কথা ভাবেন লুঙ্গি ভূঁইয়া। পাত্তি মাঞ্ঝি নামে এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ৩০ বছর ধরে একা লুঙ্গি ভূঁইয়া খাল খনন করে চলেছেন। এর ফলে বিপুলসংখ্যক মানুষের উপকার হবে, ক্ষেতগুলোতেও পানি সেচ করা সম্ভব হবে।

গয়ার এক এক শিক্ষক রাম বিলাস সিং গ্রামবাসী ও তাদের জমিকে এমন পানি এনে দেওয়ার জন্য লুঙ্গি ভূঁইয়ার প্রশংসা করেন। তিনি বলেন, প্রচুর মানুষ এর থেকে উপকৃত হবে। লোকেরা তার কাজের জন্য এখন তাকে জানতে পারছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads