• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
করোনায় পেছালো আইপিএল

ছবি : সংগৃহীত

আইপিএল

করোনায় পেছালো আইপিএল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২০

বিশ্বে চলমান মহামারী করোনা আতঙ্কে এবার পিছালো টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল। করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে পিছিয়ে নেয়া হয়েছে আইপিএলের ১৩তম আসর। আইপিএলের গভর্নিং কাউন্সিল এ খবর নিশ্চিত করেছে।

পূর্ব নির্ধারিত সূচিতে ২৯ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল শুরু হবার কথা ছিল। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। নতুন সূচিতে ১৭ দিন পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, গভর্নিং বডির বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহের বৈঠকে আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরে সবকিছু বিবেচনা করেই আইপিএলের এবারের আসর ১৭ দিন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে অংশগ্রহণকারী ৮ দলকে চিঠি দেয়া হয়েছে শুক্রবার (১৩ মার্চ)।

শনিবার এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads