• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
করোনায় শ্রীলঙ্কাতে আইপিএল আয়োজনের প্রস্তাবে ভারতের ‌'না'

সংগৃহীত ছবি

আইপিএল

করোনায় শ্রীলঙ্কাতে আইপিএল আয়োজনের প্রস্তাবে ভারতের ‌'না'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২০

আইপিএলের আয়োজক হতে চাওয়া শ্রীলঙ্কার দেয়া প্রস্তাবে না বলে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। করোনাভাইরাসের প্রকোপে দুনিয়া যখন কার্যত স্তব্ধ, তখন এমন আয়োজনের কথা ভাবনাতেই আনছে না বোর্ড।

মহামারি করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেখা দিয়েছে পুরোপুরি ১৩তম আসরটা বাতিল হবার শঙ্কা। এই অবস্থাতে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা আইপিএল আয়োজনে আগ্রহের কথা জানিয়েছিলেন।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গোটা বিশ্ব এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিসিসিআই মনে করে, আগে জীবন পরে খেলা। তাই চলমান সংকটে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা-ভাবনাই নেই ভারতীয় ক্রিকেটে। সেপ্টেম্বরের আগে এ নিয়ে কোনো কিছুই ভাবছি না আমরা।

এ বিষয়ে বিসিসিআইকে লিখিতভাবে শ্রীলঙ্কা কোনো প্রস্তাব পাঠায়নি বলেও জানান সেই কর্মকর্তা। তাই এই নিয়ে আলোচনার কোনো মানেই নেই বলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads