• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শিল্প

আইসিটি বিষয়ক বিশেষ শহর গড়তে অর্থমন্ত্রীর গুরুত্বারোপ

  • বাসস
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশেও আইসিটি নিয়ে কাজ করার জন্য একটি বিশেষ শহর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

অর্থমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেসিস আয়োজিত চার দিনব্যাপি সফটএক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

‘ডিজাইনিং দ্য ফিউচার’ - এই স্লোগান নিয়ে শুরু হওয়া সফটএক্সপো আগামী ২৫ ফেব্রুয়ারি শেষ হবে।

বেসিস সফটএক্সপো'র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ এম এ মুহিত বলেন, বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাতের অগ্রগতির সাক্ষ্য বহন করছে বেসিস সফটএক্সপো। এই সফটএক্সপোর মাধ্যমে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম সেটা ¯স্পষ্টতই বোঝা যাচ্ছে।

মোস্তাফা জব্বার বলেন, ভাষার মাসে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতির অন্যতম মাইলফলক বেসিস সফটএক্সপো ২০১৮। এবারের আয়োজন, পরিসরে যেমন বড়, তেমনি বিশ্ব অঙ্গনে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতির পরিচয়ও বহন করছে।

হলোগ্রাফিক রোবট মায়ার সাহায্যে সফটএক্সপোর উদ্বোধন করেন অর্থমন্ত্রী। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এবারের এক্সপোতে ১৮০টিরও বেশি দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads