• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

শিল্প

ঢাকায় ডেনিম এক্সপো শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ মে ২০১৮

দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো গতকাল শুরু হয়েছে। অষ্টম আসরে ডেনিমের সর্বশেষ পণ্যের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতা-দর্শনার্থীরা।

কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ আসর শেষ হবে আজ বৃহস্পতিবার। এবারের আসরের প্রতিপাদ্য ‘সাম্য’ অর্থাৎ সবার জন্য সমান সুযোগ ও সমান দায়িত্বশীলতা।

জানা গেছে, বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ থেকে ৬১টি ডেনিম পণ্য প্রদর্শনী প্রতিষ্ঠান এবার অংশগ্রহণ করছে। আর আগে থেকেই অনলাইনে প্রায় ১৪ হাজারেরও বেশি দর্শনার্থী ডেনিম শিল্পের অন্যতম শীর্ষ এই প্রদর্শনীতে নিবন্ধন করেছিলেন। এ ছাড়া চলছে স্পট রেজিস্ট্রেশন।

বাংলাদেশে এ ডেনিম এক্সপোর প্রবর্তক এবং সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশকে ডিজাইন উন্নয়ন এবং নতুনত্বের মাধ্যমে ডেনিমের অবস্থান আরো শক্তিশালী করা সম্ভব। এ কারণে আরো বিনিয়োগ এবং গবেষণা প্রয়োজন।

দেশে বর্তমানে ৩১টি ডেনিম কারখানায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। কারখানাগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা সব মিলিয়ে প্রায় ৪৩ কোটি ৫০ লাখ গজ। ডেনিম ব্যবসা সংশ্লিষ্টরা জানান, ইউরোপের ৭১ ভাগ, যুক্তরাষ্ট্রের ৭০ ভাগ, চীনের ৫৮ ভাগ এবং জাপানের ৫৮ ভাগ মানুষ নিয়মিত ডেনিমপণ্য ব্যবহার করেন। এ বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ক্রমেই বাড়ছে।

এবারের প্রদর্শনীতে প্রতিপাদ্যের আলোকে বৈশ্বিক ডেনিম শিল্পের সাম্যের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। পাশাপাশি  থাকবে বাংলাদেশ ডেনিম খাতে সকলের জন্য সাম্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য উদ্যোগ ও অগ্রগতিগুলো। দর্শনার্থীদের জন্য ডেনিম শিল্পের বিভিন্ন পর্যায়ের সর্বাধুনিক জ্ঞান আহরণ ও বিনিময়ের একটি অপূর্ব সুযোগ বিশ্বমানের এই বৃহৎ ডেনিম প্রদর্শনী। পাশাপাশি ডেনিম জগতের সর্বাধুনিক ফ্যাশন ট্রেন্ড, পণ্য এবং প্রযুক্তি সম্পর্কে  সম্যক জ্ঞান অর্জনের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এদিকে ডেনিম শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনগুলো নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়েছে প্রদর্শনীতে। চারটি সেমিনারের মাধ্যমে আগামীর ডেনিম শিল্পপণ্য, প্রযুক্তি, ডিজাইন, কালার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads