• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তাঁত উৎসবে থাকবে সাত ধরনের পণ্য

তাঁতপণ্য নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

বাংলাদেশের খবর

শিল্প

তাঁত উৎসবে থাকবে সাত ধরনের পণ্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

দেশে ঐতিহ্যবাহী তাঁতপণ্য নিয়ে প্রথমবারের মতো উৎসবের আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের (এএফডিবি) যৌথ উদ্যেগে ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভাল-২০১৮’ নামে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হবে ৪ অক্টোবর থেকে। 

উৎসবের আয়োজন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম এবং এএফডিবির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ এসব তথ্য জানান। উৎসবটি গুলশানের খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী ৭ ধরনের তাঁতপণ্য নিয়ে এ আয়োজন হবে। এর মধ্যে রয়েছে জামদানি, নকশিকাঁথা, মিরপুর বেনারসি, টাঙ্গাইল তাঁত, সিরাজগঞ্জ তাঁত, মণিপুরী তাঁত ও রাঙামাটি তাঁত। এসব নিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিজাইনার ও তাঁতিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা এ উৎসবে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া সেখানে স্টলগুলোর মধ্যে সাতটি স্টলে দেশের খ্যাতনামা ডিজাইনারদের তৈরি বহুমাত্রিক তাঁতপণ্য এবং অন্যান্য স্টলে থাকবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুদক্ষ তাঁতিদের বুনন করা তাঁতপণ্য। এ ছাড়া ফেস্টিভ্যালে দেশের ঐতিহ্যবাহী এসব তাঁতপণ্যের বুনন প্রক্রিয়া প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া ওই অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি এবং স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে থাকবেন।

আয়োজকরা জানান, বাংলার গৌরবময় ঐতিহ্য ও কৃষ্টির অংশ হিসেবে দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী তাঁতপণ্যের ব্যবহার প্রদর্শন করা, ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রচার, প্রসার এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থা সৃষ্টি, তাঁতপণ্য প্রস্তুতকারক, শীর্ষস্থানীয় ডিজাইনার এবং ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করাসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের বিলুপ্তি রোধ করার উদ্দেশ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads