• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা যাবে : বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

শিল্প

স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা যাবে : বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে দেশের তৈরি পোশাক কারখানা খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি খাতের কর্মীদের মজুরি ও বেতন পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এটি অনুদান নয়। উদ্যোক্তাদের ২ শতাংশ হার সুদে ঋণ হিসেবে এই প্রণোদনা নিতে হবে। আর এই টাকা একটা সময়ের ব্যবধানে শোধ করতে হবে।

তিনি আরো বলেন, করোনার এই প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নতুন পণ্যর চাহিদা তৈরি হয়েছে। সেই চাহিদা অনুসারে নতুন পণ্য তৈরি করে রপ্তানি করার জন্য উদ্যোক্তাদের আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে দেশের তৈরি পোশাক কারখানা খোলা রাখা যাবে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আজকে আলোচনা হয়েছে করোনার প্রভাবে বাণিজ্যখাতে যেসব সমস্যা তৈরি হয়েছে এসব সমস্যা নিয়ে। এছাড়া যেসব সুযোগ তৈরি হয়েছে সেসব তথ্য ব্যবসায়ীদের দেওয়া।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সুযোগ আসছে। এসব সুবিধা যেন ব্যবসায়ীরা কাজে লাগান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads