• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ছবি : ফোকাস বাংলা

তথ্যপ্রযুক্তি

এ বছরের মধ্যেই ছয় জেলায় উচ্চগতির ইন্টারনেট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

দেশের ছয়টি জেলায় উচ্চগতির ইন্টারনেট এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক সেবা পৌঁছে দিতে ‘ইনফো সরকার’-এর তৃতীয় পর্যায়ের প্রকল্প হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া দ্রুতই ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে বলেও জানান তিনি।

সজীব ওয়াজেদ আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ভিশন ছিল শুধু শহরে নয়, গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও দ্রুতগতির ইন্টারনেট সেবা ভোগ করবে। আমরা বিশ্বাস করি সরকারি সব সেবাই একসময় ডিজিটাল হবে, কোনো কাগজপত্র থাকবে না।’ রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে সরকার দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে বলেও দাবি করেন সজীব ওয়াজেদ জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ছয় জেলার ইনফো সরকার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি।

তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় সারা দেশে দুই হাজার ৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ ও চীন সরকার।

তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, ঝালকাঠি, ঝিনাইদহ এবং গোপালগঞ্জ জেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে এ ছয় জেলার ১৩৩টি ইউনিয়নের অধিবাসী উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আসবেন।

ইতোমধ্যে প্রকল্পের ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের ৭০ শতাংশ যন্ত্রপাতি আমদানি সম্পন্ন হয়েছে। প্রায় ৫০ শতাংশ অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাস নাগাদ প্রকল্পের ৭৫ শতাংশ এবং  চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হবে বলেও জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

এর আগে বাংলাগভডটনেট প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে এবং  ইনফো সরকার দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা পর্যন্ত ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

আইসিটি ডিভিশন সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের এক হাজার ২০০ ইউনিয়নে বিটিসিএলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্গম এলাকায় ৭৭২টি ইউনিয়নে এ বছরের মধ্যে ইন্টারনেট সংযোগ স্থাপনের সব উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। চলতি বছর ডিসেম্বরে মধ্যে দেশের সব ইউনিয়ন দ্রুতগতির ইন্টারনেটের আওতায় নিয়ে আসতেও কাজ চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads