• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ বাজারে

বাজারে এলো ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ বাজারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

দেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন সাশ্রয়ী মূল্যের নতুন একটি ল্যাপটপ বাজারে এনেছে।

প্রিলোড সিরিজের ডব্লিউপিআর১৪এন৩৩এসএল মডেলের এ ল্যাপটপটিতে থাকছে ১৪.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে ১.১ গিগাহার্টজ ইন্টেল অ্যাপোলো লেক এন৩৩৫০ প্রসেসর, ইন্টেল এইচডি বিল্ট-ইন গ্রাফিক্স এবং ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম। এছাড়া থাকছে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ।

ল্যাপটপটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং দুটি বিল্টইন স্পিকার। এতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বিল্টইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার দেওয়া হয়েছে, যার ফলে যেকেউ সহজে বাংলায় লিখতে পারবেন।

ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৩ কেজি হওয়ায় সহজেই বহন করা যাবে। দাম ১৯ হাজার ৯৯০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ শতাংশ মূল্যছাড়। এছাড়া ওয়ালটনের ই-প্লাজা থেকে কিনলেও এই মূল্যছাড় পাওয়া যাবে। এর সঙ্গে আছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads