• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
১ লাখ কোটি ডলারের কোম্পানি হলো অ্যাপল

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

১ লাখ কোটি ডলারের কোম্পানি হলো অ্যাপল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

প্রযুক্তি বিশ্বের প্রথম ১ ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলারের কোম্পানি হিসেবে নাম লেখালো অ্যাপল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে ২০৭ দশমিক ০৪ ডলার অতিক্রম করে। আর এর মাধ্যমেই এই মাইলফলক অর্জন করতে পেরেছে অ্যাপল। পরবর্তী সময়ে শেয়ারের দাম বেড়ে ২০৮ দশমিক ৩৮ ডলারে পৌঁছে, যা ছিল এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ মূল্য। মূলত এক ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের খবরেই শেয়ারের দামে এই উল্লম্ফন দেখা গেছে।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের মতে, অ্যাপলের শেয়ারের দর এবং সেই সঙ্গে বাজারমূল্য আরো বাড়তে পারে। তাদের মতে শেয়ারের দাম বেড়ে ২২৫ ডলারে পৌঁছাতে পারে। কয়েকজন বিশ্লেষক অবশ্য বলছেন, শেয়ারের দাম বেড়ে ২৭৫ ডলার হতে পারে। সেক্ষেত্রে অ্যাপলের বাজারমূল্য উন্নীত হবে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে।

বর্তমানে এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার দৌড়ে আরো আছে অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফট। অ্যামাজনের বাজারমূল্য এখন প্রায় ৯০০ বিলিয়ন ডলার। অন্যদিকে গুগল এবং মাইক্রোসফটের বাজারমূল্য ৮০০ বিলিয়ন ডলারের বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads