• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
অনলাইনের পর এবার অফলাইনে এলো রেডমি এস২

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

অনলাইনের পর এবার অফলাইনে এলো রেডমি এস২

  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

শাওমির নতুন স্মার্টফোন রেডমি এস২ এবার অনলাইনের পর অফলাইনেও পাওয়া যাচ্ছে। গতকাল থেকে দেশের বিভিন্ন রেডমি স্টোর এবং রিটেইল পয়েন্টে অবমুক্ত করা হয়েছে স্মার্টফোনটি। গত মাসে দেশের বাজারে আসা এ স্মার্টফোনটি সেলফির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ক্যামেরায় আরও ব্যবহার করা হয়েছে পিক্সেল বিনিং প্রযুক্তি। এ ছাড়া থাকছে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা।

৫ দশমিক ৯৯ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ এবং ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজের দুটি আলাদা ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি বাজারে আনা হয়েছে। গোল্ড, রোজ গোল্ড এবং ডার্ক গ্রে- এ তিন রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। ৩ গিগাবাইট ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪ গিগাবাইট ভ্যারিয়েন্ট ১৭ হাজার ৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads