• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিটিআরসির লোগো

ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

কারগরি ত্রুটির কারণেই ইন্টারনেট সেবা বিঘ্নিত: বিটিআরসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি। ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।

আজ রোববার বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান এমন তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে বলে জানান তিনি।

গতকাল সন্ধ্যার পর থেকে ব্যান্ডউইথ সরবরাহ অর্ধেকের নীচে নেমে এসেছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণে মোবাইল অপারেটররা সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads