• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাংলা ভাষায় ডোমেইন নাম চালু করছে আইকান

বাংলায় ডোমেইন নাম চালু করছে আইকান

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

বাংলা ভাষায় ডোমেইন নাম চালু করছে আইকান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

বাংলা ভাষাসহ ভারতের ২২টি ভাষায় ডোমেইন নাম নিবন্ধনের সুবিধা চালু করতে যাচ্ছে ডোমেইন নামের নিয়ন্ত্রক সংস্থা দ্য ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান)। এ সুবিধাটি চালু হলে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলো যেমন বাংলা ভাষায় ডোমেইন নাম কিনতে পারবে তেমনি ব্যবহারকারীরা তাদের ওয়েব ব্রাউজারে বাংলায় ডোমেইন নাম লিখেই সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেশটির মোট জনগোষ্ঠীর একটি বড় অংশের একেবারেই ইংরেজি ভাষাজ্ঞান নেই। তাদের জন্য এ উদ্যোগ বড় সুফল বয়ে আনবে। ইংরেজির পরিবর্তে তারা নিজ নিজ ভাষাতেই ডোমেইন নাম লিখতে পারবে।

বাংলা ছাড়াও এ তালিকায় আরো আছে গুজরাটি, দেবনাগরি, গুরুমুখি, কানাড়া, মালয়ালম, ওড়িয়া, তামিল এবং তেলেগু। এ নয়টি ভাষায় ডোমেইন নামের স্ক্রিপ্ট নিয়ে বর্তমানে কাজ করছে আইকান। সংস্থাটি বলছে, এ নয়টি নামের ডোমেইন চালু হলে এগুলোর মাধ্যমে অন্যান্য স্থানীয় ভাষায় ডোমেইন নাম কেনার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে।

এ বিষয়টি নিয়ে নিও-ব্রাহ্মি জেনারেশন প্যানেল নামের একটি কমিটি কাজ করছে। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের প্রায় ৬০ জন টেকনিক্যাল এক্সপার্ট এবং ভাষাবিদ এ কমিটিতে রয়েছেন। ভারতীয় স্ক্রিপ্টে ডট কম, ডট নেট প্রভৃতি টপ লেভেল ডোমেইন রেজিস্ট্রেশনের বিষয়ে কাজ করছে এ কমিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads