• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পোশাক শিল্পের কর্মীদের জন্য চালু হলো পাঁচ ডিজিটাল সেন্টার

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

পোশাক শিল্পের কর্মীদের জন্য চালু হলো পাঁচ ডিজিটাল সেন্টার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

গাজীপুরে অবস্থিত বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত কর্মীদের সহজে এবং দ্রুত বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দিতে পাঁচটি ডিজিটাল সেন্টার স্থাপন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)। এসব ডিজিটাল সেন্টার স্থাপনের সহযোগিতা করেছে ইউএসএআইডি। সম্প্রতি গাজীপুরের জেলা প্রশাসক এসব ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেছেন।

এটুআই জানিয়েছে, দেড় শতাধিক সরকারি-বেসরকারি সেবা, আর্থিক সেবা, এজেন্ট ব্যাংকিং এবং রুরাল ই-কমার্স ‘একশপ’-এর মাধ্যমে পণ্য কেনার সুবিধা পাওয়া যাবে এসব ডিজিটাল সেন্টার থেকে।

এসব ডিজিটাল সেন্টারে সেবা প্রদান করবেন প্রশিক্ষিত উদ্যোক্তারা। উল্লেখ্য যে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ডিজিটাল সেন্টার অন্যতম। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাফল্যের পর পরবর্তীতে বিভিন্ন পৌরসভা এবং সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ডিজিটাল সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads