• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল শাওমি

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল শাওমি

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০১৯

রেডমি সিরিজকে সাব-ব্র্যান্ড হিসেবে ঘোষণার পর এ ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন বাজারে আনল শাওমি। রেডমি নোট ৭ নামের স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।

মেটাল ইউনিবডি ডিজাইনের ফোনটিতে থাকছে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে। রয়েছে ওয়াটারড্রপ নচ। ফোনটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ এবং ৪/৬ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে আছে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা। এছাড়া রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ইউএসবি-সি ব্যবহার করা হয়েছে। থাকছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রেডমি নোট ৭-এর দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯৯৯ ইউয়ান ও ১৩৯৯ ইউয়ান। শুরুতে চীনের বাজারে পাওয়া যাবে ফোনটি। তবে অন্যান্য দেশে কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে সে বিষয়ে কিছু জানায়নি শাওমি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads