• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সমন্বিত বাজেট প্রস্তাব দেবে আইটি খাতের সংগঠনগুলো

বেসিস সভায় তথ্যপ্রযু্ক্তি সংগঠনগুলোর প্রতিনিধিরা

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

সমন্বিত বাজেট প্রস্তাব দেবে আইটি খাতের সংগঠনগুলো

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ করে স্থানীয় বাজারের অগ্রাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত বাজেট প্রস্তাবনা দেবে তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

এতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরের তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক সম্মিলিত প্রাক-বাজেট প্রস্তাবনা পেশ করার শনিবার এক বৈঠক সম্পন্ন করেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম, বাক্যর সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ এবং ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

সভায় বেসিস সভাপতি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আমরা বাণিজ্য সংগঠনগুলো একযোগে কাজ করে চলেছি। স্থানীয় বাজারের উন্নয়ন এবং স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্যই এবার তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংগঠনগুলো সম্মিলিত বাজেট প্রস্তাব পেশ করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি শোয়েব আহমেদ মাসুদ, মুশফিকুর রহমান, আইএসপিএবি’র কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র, বাক্যের সহ-সভাপতি তানভির ইব্রাহিম এবং বাক্যের অর্থ সম্পাদক মো. আমিনুল হক প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads