• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ফ্ল্যাগশিপ চিপসেটে আসবে পোকো এফ২

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ফ্ল্যাগশিপ চিপসেটে আসবে পোকো এফ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ মার্চ ২০১৯

২০১৮ সালের অন্যতম জনপ্রিয় ফোনটি ছিল পোকো এফ১। অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে বিশ্বব্যাপী টেক গুরুদের নজর কেড়েছিল পোকো ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। শিগগিরই বাজারে আসছে এই ব্র্যান্ডের দ্বিতীয় ফোন পোকো এফ২। আগের মডেলটির মতো এই ফোনেও থাকছে কোয়ালকমের সর্বশেষ চিপসেট। সম্প্রতি গীকবেঞ্চে ওয়েবসাইটে পোকো এফ২ ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট দেখা গিয়েছে। সাথে রয়েছে ৪ গিগাবাইট র্যাম। প্রসঙ্গত পোকো এফ১ স্মার্টফোনে ব্যবহার হয়েছিল স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।

গত বছর ডিসেম্বর মাসে প্রথম পোকো এফ২ ফোনটি গীকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গিয়েছিল। তখন এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের সাথেই ৬ গিগাবাইট র্যাম দেখা গিয়েছিল। এবার পোকো এফ২ ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট দেখা গেল। সাথে রয়েছে ৪ গিগাবাইট র্যাম।

সিঙ্গেল কোর টেস্টে গীকবেঞ্চ ওয়েবসাইটে ১৭৭৬ স্কোর করেছে পোকো এফ২। মাল্টিকোর টেস্টে পেয়েছে ৬০৯৭। একই চিপসেট ব্যবহার হওয়া স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস স্মার্টফোন গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে ৪৪০৬ স্কোর করেছে। মাল্টিকোর টেস্টে গ্যালাক্সি এস১০ প্লাসের স্কোর ১০৩৫৮।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads