• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফাইভজি চিপ তৈরি করছে স্যামসাং

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ফাইভজি চিপ তৈরি করছে স্যামসাং

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

আগে থেকেই কিছু কিছু ফাইভজি চিপ তৈরি শুরু করেছিল স্যামসাং। দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠানটি এবার পুরোদমে ফাইভজি চিপ তৈরি শুরু করছে। এগুলো তৈরি করা হবে প্রিমিয়াম স্মার্টফোনের জন্য। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এমনটিই জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানটি জানায়, তারা যেসব চিপ উৎপাদন শুরু করেছে সেগুলো হলো এক্সিনোস মডেম ৫১১০০, নতুন সিঙ্গেল চিপ রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সরিসিভার এক্সিনোস আরএফ ৫৫০০ এবং সাপ্লাই মডিউলেটর সলিউশন এক্সিনোস এসএম ৫৮০০, যা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ফাইভজি যুগের দ্রুতগতির নেটওয়ার্ক চালু করতে সহায়তা করবে।

শুক্রবারই দেশটির বাজারে ফাইভজি ফোন উন্মোচন করছে স্যামসাং। গ্যালাক্সি এস১০ দিয়ে ফাইভজি যুগে প্রবেশ করছে স্যামসাং।

এর আগে গত বুধবার দেশটিতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সেবা চালু করে সেখানকার বৃহত্তম মোবাইল অপারেটর এসকে টেলিকম, কেটি টেলিকম এবং এলজি ইউপ্লাস। সেদিন রাত ১১টায় ওই সেবা চালু করা হয়। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য শুক্রবার সেবাটি উন্মুক্ত করা হয়।

সোমবার স্যামসাং প্রেসিডেন্ট এবং আইটি অ্যান্ড মোবাইল কমিউনিকেশনস বিভাগের প্রধান ডিজে কোহ জানান, তাদের প্রথম ফাইভজি স্মার্টফোন বাজারে আনতে যা অর্জন করেছে সেই কাজের জন্য তারা গর্বিত এবং সামনের বছরগুলোতে বিশ্বের সব দেশের গ্রাহকের জন্য ফাইভজি স্মার্টফোন আনতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads