• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শুরুতেই হোঁচট খেল গ্যালাক্সি ফোল্ড

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

শুরুতেই হোঁচট খেল গ্যালাক্সি ফোল্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৯

গ্যালাক্সি ফোল্ড বাজারে আসবে আগামী ২৬ এপ্রিল। এখন পর্যন্ত শুধু গ্যাজেট রিভিউয়ার ছাড়া অন্য কারো হাতে ফোনটি পৌঁছায়নি। তার আগেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিভিউয়াররা জানিয়েছেন, দুই-এক দিন ব্যবহার করতে না করতেই ভেঙে যাচ্ছে গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জে রিভিউয়ার ডায়াটার বোন টুইটারে জানিয়েছেন, ফোল্ডেবল ফোনের হিঞ্জটি ত্রুটিপূর্ণ। স্ক্রিনটি ভেঙে যাচ্ছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গারমেন জানান, তার রিভিউ করা ডিভাইসটি দুই দিনেই ভেঙে গেছে। সামনের ডিসপ্লের উপরে থাকা প্রোটেক্টিভ লেয়ার সরিয়ে ফেলাতেই ফোনটির ডিসপ্লে ভেঙে যায়।

ইউটিউবের টেক রিভিউয়ার মার্কস ব্রাউনলিও প্রোটেক্টিভ লেয়ার সরানোতে ডিসপ্লে ভেঙে গেছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে স্যামসাংয়ের এক মুখপাত্র লেয়ারটি সরানোর ব্যাপারে সতর্ক করেছেন।

তবে সংবাদমাধ্যম সিএনবিসির রিভিউয়ার লেয়ারটি না সরালেও ফোনটির স্ক্রিনে সমস্যা দেখা দেয়। টুইটারে পোস্ট করা তার একটি ভিডিওতে দেখা যায়, ভাঁজ খোলা অবস্থায় বাঁ দিকের ডিসপ্লেটির আলো বার বার জ্বলছে আর নিভছে।

এ বিষয়ে স্যামসাং জানায়, কিছু স্যাম্পলে ত্রুটি পাওয়া গেছে বলে আমরা রিপোর্ট পেয়েছি। কী কারণে এমন হচ্ছে তা পরীক্ষা করে দেখা হবে।

৭ দশমিক ৩ ইঞ্চির ফোল্ডেবল ফোনটির দাম ১৯৮০ ডলার। গত সপ্তাহ থেকেই ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে স্যামসাং। ইতোমধ্যে প্রি-অর্ডারে থাকা ফোনগুলোর স্টকও ফুরিয়ে গেছে। তবে রিভিউয়ারদের ডিভাইসে ত্রুটি দেখা দেওয়ায় ফোনটির বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads