• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নতুন স্মার্টফোন আনল ওয়ানপ্লাস

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

নতুন স্মার্টফোন আনল ওয়ানপ্লাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ মে ২০১৯

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নতুন দুটি ফ্ল্যাগশিপ উন্মুক্ত করেছে। ফোন দুটি হলো ওয়ানপ্লাস ৭ ও ওয়ানপ্লাস ৭ প্রো। একসঙ্গে উন্মোচন করা হলেও ফোন দুটি বাজারে আসবে ভিন্ন ভিন্ন সময়।

আগামী মাসের মাঝামাঝিতে নির্দিষ্ট কয়েকটি দেশে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৭। তার আগে অনলাইনে ফোনটি কেনা যাবে। তবে এই সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৭ প্রো।
ওয়ানপ্লাস ৭-এর সঙ্গে গত বছর বাজারে আসা ওয়ানপ্লাস ৬টি’র ডিজাইনে তেমন কোনো পার্থক্য নেই। দুটি ফোনেই আছে ওয়াটাড্রপ নচ। ওয়ানপ্লাস ৭-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ হাজার ৯২৮ টাকা। ফোনটি মিরর গ্রে রঙে পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ৪৫ হাজার ৯৭৮ টাকা। ফোনটি মিরর গ্রে ও লাল রঙে পাওয়া যাবে। তবে লাল রঙের সংস্করণটি শুধু ভারত ও চীনে পাওয়া যাবে।

এতে আছে ৬ দশমিক ৪১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যার রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল বাই ২৩৪০ পিক্সেল। প্রসেসর হিসেবে ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫।

ওয়ানপ্লাস ৭ এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ৪৮ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩৭০০ এমএএইচ। এতে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও নেই ওয়্যারলেস চার্জিং সুবিধা।

অন্যদিকে ওয়ানপ্লাস ৭ প্রোতে পপআপ ক্যামেরা ব্যবহার করে ডিসপ্লে থেকে নচ বাদ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ওয়ানপ্লাসের কোনো ফোনে কোয়াড এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে। ফুলস্ক্রিন ডিসপ্লের ফোনটি রক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৫। প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫।
ওয়ানপ্লাস ৭ প্রোর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৬৯ ডলার। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৭৪৯ ডলার।

ফোনটিতে আছে ৪৮, ১৬ ও ৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা।

ব্যাকআপ দিতে আছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও এতে নেই ওয়্যারলেস চার্জিং সুবিধা।

তিনটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৭ প্রো। রঙগুলো হলো নেবুলা ব্লু, আলমন্ড ও মিরর গ্রে। চলতি সপ্তাহ থেকেই ফোনটি বিশ্বের কয়েকটি দেশে বাজারে পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads