• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আগামী বছর আসছে নতুন এক্সবক্স

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

আগামী বছর আসছে নতুন এক্সবক্স

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুন ২০১৯

মাইক্রোসফট তাদের নতুন প্রজন্মের গেমিং কনসোল আনার ঘোষণা দিয়েছে। গেমিং কনসোলটির কোডনেম দেওয়া হয়েছে প্রজেক্ট স্কারলেট।

এক্সবক্স ওয়ান এক্সের চেয়ে এটি চারগুণ বেশি শক্তিশালী হবে। মঙ্গলবার শুরু হতে যাওয়া ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোর (ই৩) প্রেস কনফারেন্সে কনসোলটি সম্পর্কে কিছু তথ্য দিয়েছে মাইক্রোসফট।

৮কে রেজুলেশনে ১২০ ফ্রেম পার সেকেন্ডে গেম খেলা যাবে কনসোলটিতে। এছাড়া এতে থাকবে রে ট্র্যাকিং, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট ও এসএসডি স্টোরেজ (যা ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহূত হবে)। এর ফলে এক্সবক্স ওয়ান এক্সের চেয়ে এ পারফরমেন্স ৪০ গুণ বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ গেম লোড হবে দ্রুতগতিতে।

প্রজেক্ট স্কারলেটের ডিজাইন উন্মোচন করেনি মাইক্রোসফট। এর দাম সম্পর্কেও কোনো ধারণা দেয়নি। ২০২০ সালের শেষ দিকে এটি বাজারে ছাড়া হবে।

মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী কোম্পানি সনিও নতুন কনসোল আনার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, নতুন প্লেস্টেশন৫ সাপোর্ট করবে ৮কে রেজ্যুলেশন, থ্রিডি অডিও ও এসএসডি স্টোরেজ। এতে থাকবে ৮ কোরের সিডিইউ যাতে ব্যবহূত হয়েছে এএমডি এর তৃতীয় প্রজন্মের রাইজেন প্রসেসর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads