• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
অপোর নতুন চমক

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

অপোর নতুন চমক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুন ২০১৯

চীনের সাংহাইতে চলমান ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, সাংহাই ২০১৯’-এ যুগান্তকারী সব উদ্ভাবন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বকে নতুন চমক উপহার দিল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। শতভাগ বডি-টু-স্ক্রিন রেশিও সমৃদ্ধ স্মার্টফোন তৈরিতে আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি ও ফাইভ-জি নেটওয়ার্ক, আইওটি ও স্মার্ট হোম জোনের মতো উদ্ভাবন তুলে ধরা হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

মোবাইল প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন উদ্ভাবন প্রদর্শনের দারুণ একটি মাধ্যম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সব প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানেরই উদ্দেশ্য থাকে তাদের নতুন উদ্ভাবনগুলো বিশ্বের সামনে তুলে ধরা। গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, সাংহাইতে অংশ নিয়ে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো উদ্ভাবনে নিজেদের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে। এমডব্লিউসি-সাংহাইতে উদ্বোধনী দিনেই প্রযুক্তি বিশ্বের জন্য অপো নিয়ে আসে আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি, ৫জি নেটওয়ার্কের উপযোগী বিভিন্ন উদ্ভাবন ও ইন্টারনেট অফ থিংসের (আইওটি) উপযোগী নানা উদ্ভাবন।

কয়েক বছর ধরেই স্মার্টফোনে সর্বোচ্চ বডি-টু-স্ক্রিন রেশিওর ডিসপ্লে তৈরি করে চলেছে অপো। এরই ধারাবাহিকতায় মোটরাইজড ক্যামেরা প্ল্যাটফর্ম, রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম ও শার্ক-ফিন সেলফি ক্যামেরা প্ল্যাটফর্মের মতো প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সর্বোচ্চ ৯৩.১% বডি-টু-স্ক্রিন অনুপাতের স্মার্টফোন ডিসপ্লে উদ্ভাবনে সমর্থ হয় প্রতিষ্ঠানটি। ধারাবাহিকতা ধরে রাখার অংশ হিসেবে এবং স্মার্টফোন জগতে সর্বোচ্চ বডি-টু-স্ক্রিন অনুপাতের স্মার্টফোন তৈরির লক্ষ্যে অপো নিয়ে এসেছে আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি। এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় স্ক্রিনের নিচেই স্থাপন করা হচ্ছে সেলফি ক্যামেরা। ফলে ফোনের বাইরের দিকে আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন পড়ছে না সেলফি ক্যামেরা স্থাপনের জন্য। 

এ ছাড়া নতুন এই ক্যামেরার স্ক্রিনের নিচেই স্থাপন করে ব্যবহার করা সম্ভব হচ্ছে চওড়া অ্যাপারচার, আকারে বড় সেন্সর ও বেশি পিক্সেল সাইজ। মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি দাবি করছে, এবার আন্ডার-স্ক্রিন ক্যামেরায় ছবি আউটপুটের ক্ষেত্রে এর মান ছাড়িয়ে যাবে আগের সব ফোনকে।

এ ছাড়াও এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ৫জি নেটওয়ার্ক উপযোগী উদ্ভাবন, আইওটি, ক্লাউড গেমিং এবং স্মার্ট হোম জোনের মতো নানা যুগান্তকারী উদ্ভাবন প্রদর্শন করেছে অপো। অপো উদ্ভাবিত স্মার্ট হোম জোন প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করা যাবে ২৬০টির অধিক ব্র্যান্ডের ২০ প্রকারের অ্যাপলায়েন্স।

এমডব্লিউসি-সাংহাই নিয়ে অপোর প্রোডাক্ট ম্যানেজার কিয়াও জিয়াদং বলেন, নতুন নতুন পণ্য আর প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফোন ব্যবহারকারীদের উন্নতর ও মানসম্পন্ন অভিজ্ঞতা দিতে নিরলসভাবে কাজ করে চলেছে অপো। আন্ডার-স্ক্রিন ক্যামেরা, আইওটি, ৫জি নেটওয়ার্ক উপযোগী ও স্মার্ট হোম জোন প্রযুক্তি অপোর প্রযুক্তি উদ্ভাবনে নিরন্তর প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads