• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
স্মার্টফোনের ব্লুটুথ দিয়েই জানা যাবে করোনা রোগীর অবস্থান

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের ব্লুটুথ দিয়েই জানা যাবে করোনা রোগীর অবস্থান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২০

অদৃশ্য ঘাতক করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সিলিকন ভ্যালির দুই জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল ও গুগল।

ব্লুটুথ প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা পজিটিভ রোগীর অবস্থান শনাক্ত করার বিশেষ একটি অ্যাপ তৈরী করছে এই দুই প্রতিষ্ঠান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ প্রযুক্তির ব্যবহারে দ্রুত করোনা রোগী শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো সহজ হবে।

নতুন পাবলিক হেলথ নামক অ্যাপের মাধ্যমে স্মার্টফোন দিয়েই জানা যাবে আশপাশে কোথাও করোনা রোগী আছে কি না।

এ পদ্ধতিতে যদি কোনো রোগী কোভিড নাইনটিন পজিটিভ হয় এবং সে যদি পাবলিক হেলথ অ্যাপের সাহায্যে তার বিস্তারিত সব তথ্য দিয়ে থাকে, তাহলে এই অ্যাপ ব্যবহারকারীর আশপাশে থাকা অন্য সবাইকে অ্যাপটি ব্লুটুথের মাধ্যমে অ্যালার্ম দেবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। এ অ্যালার্ম চলবে ১৪ দিন পর্যন্ত।

গুগলের অ্যান্ড্রয়েডে এবং অ্যাপলের আইফোন ব্যবহারকারী সবাই পাবে এ সুবিধা।

ইতোমধ্যে এই অ্যাপের ব্যবহার শুরু করেছে চীন ও সিঙ্গাপুর। অ্যাপটি তৈরির কাজ চলছে জার্মানি, ব্রিটেন ও ইতালিতেও।

তবে মহামারী বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট ছাড়া শুধু অবস্থান সনাক্ত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ মহামারি প্রতিরোধ সম্ভব না।

জানা গেছে, আগামী মে মাসেই নতুন এই অ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এই অ্যাপ ব্যবহারে কোন ব্যক্তিগত তথ্য রাখবে না গুগল বা অ্যাপল। এমনকি তথ্যের গোপনীয়তাও রক্ষা করা হবে বলেও প্রতিষ্ঠান দুটি থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads