• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ভার্চুয়াল মুদ্রার দিকে মনযোগী হতে হবে: পলক

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

ভার্চুয়াল মুদ্রার দিকে মনযোগী হতে হবে: পলক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০২০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রবিবার বলেছেন, ‘পরিবর্তিত নতুন সময়ে ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিটকয়েন এর মতো মুদ্রাকে অনুমোদন না দিলেও এ বিষয়ে আমাদের ভাবতে হবে। বিষয়টি নিয়ে নীতি নির্ধারণি বৈঠক করতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়বো এবং সাইবার সিকিউরিটির দিকে নজর দিয়েই আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলবো।’

রবিবার দেশের বৃহত্তম হোম ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাইয়ের ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি সল্যুশন 'ক্যাশলেস পে’ উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোনো পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের সাহায্য ছাড়া ক্যাশলেস পেমেন্টের ক্ষেত্রে দেশে এটি প্রথম সেবা। এতে সহযোগিতা করছে মাস্টারকার্ড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আন্তলেনদেন সুবিধা নিশ্চিত করে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে লেনদেনের পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে।’

পেপারফ্লাইয়ের নতুন এ ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে এখন থেকে পণ্য গ্রহণের সময় নগদে মূল্য পরিশোধের পরিবর্তে ডিজিটাল উপায়ে সারা দেশের ক্রেতারা মূল্য পরিশোধ করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, বেসিস চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, ই-ক্যাবের চেয়ারম্যান শামী কায়সার, পেপারফ্লাইর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) রাহাত আহমেদ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads