• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেশের বাজারে শিগগিরই আসছে অপো এফ১৭

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে শিগগিরই আসছে অপো এফ১৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০২০

দেশের বাজারে শিগগিরই নতুন হ্যান্ডসেট ‘অপো এফ১৭’ নিয়ে আসতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড অপো।

অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। গোলাকার এজের মাত্র ৭.৪৫ মিলিমিটারের স্লিম ও ১৬৩ গ্রাম ওজনের ফোনটির পেছনে থাকছে লেদার টেক্সচারের নান্দনিকতার ছোঁয়া।

নতুন লাকি অরেঞ্জ রঙের অপো এফ১৭-এ স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের চিপসেট ও ৮ গিগাবাইট র‌্যামের সাথে থাকছে জিপিইউ।

ফোনটির ক্রিস্টাল ক্লিয়ার কোয়াড রিয়ার ক্যামেরার সাথে নাইট মোড, এআই বিউটিফিকেশন ২.০ এবং আরও বেশকিছু ফিচার থাকার কারণে স্মার্টফোন ফটোগ্রাফি উৎসাহীরা চমৎকার অভিজ্ঞতা পাবেন।

অপো এফ১৭-এ থাকছে ৬.৪৪ ইঞ্চির বিশাল এফএইচডি ও এলইডি ডিসপ্লে এবং ৪,০১৫ অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি ও ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০-এর সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০-এর ওপর ভিত্তি করে তৈরি অপোর নিজস্ব কালারওএস ৭.২। ১২৮ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ব্যক্তিগত তথ্য এবং অ্যাক্সেসের নিরাপত্তা নিশ্চিতে ফেস আনলক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধাসহ আকর্ষণীয় মূল্যে এফ১৭ আনতে যাচ্ছে অপো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads