• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইপিজেড ও শ্রম আইন সংশোধন হচ্ছে

প্রতীকী ছবি

শ্রমশক্তি

ইপিজেড ও শ্রম আইন সংশোধন হচ্ছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

শ্রমিক অধিকার বাস্তবায়নে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোও (ইপিজেড) পরিদর্শন করবে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। এজন্য বাংলাদেশ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন সংশোধনের কাজ চলছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নের দৃষ্টিকোণ থেকে শ্রমমান বাস্তবায়নের ক্রমবর্ধমান তাগিদ’ শীর্ষক ওই সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কারখানা মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, কারখানায় ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads