• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

ছবি : সংগৃহীত

শ্রমশক্তি

দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, এসএমই পণ্য মেলা ভবিষ্যতে সারা দেশে বিশাল কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এর মাধ্যমে আমরা দেড় কোটি মানুষের জন্য  কর্মসংস্থান সৃষ্টি করব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী জেলা একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় সম্ভাবনাময় কুটিরশিল্পে নারী ও তরুণ শিক্ষিতদের প্রাধান্য দিলে যারা নিজেরা কর্মহীন তারা সেখানে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে।

বিশেষ করে নারীদের কর্মসংস্থান বেশি সৃষ্টি হবে। তারা যাতে সহজে মূলধন পায় এবং নিজেরা পণ্য তৈরি করতে পারে সেখানে সরকার সহযোগিতা করবে। তাদের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা শিল্প মন্ত্রণালয় করবে।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আলী হোসেন শিশির, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবদুল মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ আওয়ামী লীগের নেতারা। পরে মন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। এসএমই পণ্য মেলা চলবে বুধবার পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads